Easy, Secured & Trusted Policy
Easy, Secured & Trusted Hand Over Policy
ফ্ল্যাট হস্তান্তর প্রক্রিয়া
ক. সাইট ভিজিট ও প্রাথমিক পরযবেক্ষণ;
খ. ক্রেতা কর্তৃক ফ্ল্যাট ক্রয়ের প্রস্তাব;
গ. ক্রয়ের আবেদনকৃত ফ্ল্যাটটি কোম্পানি কর্তৃক নিশ্চয়ন (খালি থাকা সাপেক্ষে);
ঘ. ডিড অব এগ্রিমেন্ট বা চুক্তিপত্র তৈরি জন্য তারিখ নির্ধারণ;
ঙ. ইন্সটলমেন্ট বা কিস্তিসমূহের তারিখ ও পরিমাণ নির্ধারণ;
চ. প্রাথমিক ডাউন পেমেন্ট কোম্পানির ব্যাংক একাউন্ট বরাবর প্রদান পরবর্তী রিসিট গ্রহণ;
ছ. চুক্তিপত্রের স্বাক্ষর সম্পাদন (উভয় পক্ষ);
জ. বিশেষ ফিচারসমূহের বিষয়ে উভয় পক্ষের আলোচনা পরবর্তী পরিমার্জিত পেমেন্ট নির্ধারণ;
ঝ. সাব-কবলা দলিল সম্পাদন;
ঞ. নির্ধারিত ফ্ল্যাটের আনুষ্ঠনিক হস্তান্তর;
ট. ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী কমিউনিটি ডিলিংসসমূহ জ্ঞাত হওয়া।